আমি মরে গেলে ঘরের দরজাটা খুলে রেখো।
যদি আবার ফিরে আসি এ পৃথিবীতে!
শোবার ঘরের আয়নাটা পরিষ্কার করে রেখো,
যদি হঠাৎ ফিরে এসে আমার নিজেকে দেখতে ইচ্ছে হয় খুব।
আমি মরে গেলে আমার ফেভারিট পারফিউম ফুরিয়ে ফেলো না যেন।যদি ফিরে আসি-
শার্টে পারফিউম মেখে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো এ প্রিয় শহর কুমিল্লায়।
রাতে ডাইনিং টেবিলে সাদা-ভাত আর ডাল সাজিয়ে রেখো।
যদি ফিরে আসি মাঝরাতে অনেক ক্ষুধা নিয়ে!
তুমি বোকার মত বলো না যেন- এই রে,
আসবে বলো নি তো! কিছুই যে রান্না নেই।একটা ডিম ভেজে দিচ্ছি,জাস্ট ফাইভ মিনিটস।
আমি মরে গেলে আমার এপিটাফে লিখে রেখো-
‘আমি আবার ফিরে আসবো!’
যদি ফিরে আসি… এই এপিটাফ দেখে খুব হাসবো।
দৌড়ে ঘরে ফিরে গিয়ে তোমাকে বলবো-
পাগলী,এই যে দেখো আমি ফিরে এসেছি।
আমি চলে যাচ্ছি….
তোমার জন্য এ জন্মে আমার কাঁদা হয় নি একটুও।
যদি ফিরে আসি-তোমাকে জড়িয়ে সাত জনম ধরে কাঁদবো।