1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

প্রত্যাবর্তন–রুবায়েত হোসেন।

নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪১৪ বার পঠিত

আমি মরে গেলে ঘরের দরজাটা খুলে রেখো।
যদি আবার ফিরে আসি এ পৃথিবীতে!

শোবার ঘরের আয়নাটা পরিষ্কার করে রেখো,
যদি হঠাৎ ফিরে এসে আমার নিজেকে দেখতে ইচ্ছে হয় খুব।

আমি মরে গেলে আমার ফেভারিট পারফিউম ফুরিয়ে ফেলো না যেন।যদি ফিরে আসি-
শার্টে পারফিউম মেখে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো এ প্রিয় শহর কুমিল্লায়।

রাতে ডাইনিং টেবিলে সাদা-ভাত আর ডাল সাজিয়ে রেখো।
যদি ফিরে আসি মাঝরাতে অনেক ক্ষুধা নিয়ে!
তুমি বোকার মত বলো না যেন- এই রে,
আসবে বলো নি তো! কিছুই যে রান্না নেই।একটা ডিম ভেজে দিচ্ছি,জাস্ট ফাইভ মিনিটস।

আমি মরে গেলে আমার এপিটাফে লিখে রেখো-
‘আমি আবার ফিরে আসবো!’
যদি ফিরে আসি… এই এপিটাফ দেখে খুব হাসবো।
দৌড়ে ঘরে ফিরে গিয়ে তোমাকে বলবো-
পাগলী,এই যে দেখো আমি ফিরে এসেছি।

আমি চলে যাচ্ছি….
তোমার জন্য এ জন্মে আমার কাঁদা হয় নি একটুও।
যদি ফিরে আসি-তোমাকে জড়িয়ে সাত জনম ধরে কাঁদবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com