ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রিয় নাম সামান্থা আক্কিনেনি। রূপ ও অভিনয়দক্ষতা দিয়ে দীর্ঘদিন ভক্তদের মনোরঞ্জন করছেন। তাঁর ঝুলিতে রয়েছে অনেক সুপারহিট ছবি। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এ রূপসী। ২০১০ সালে তেলেগু রোমান্টিক সিনেমা ‘ইয়ে মায়া চেসাবে’র মাধ্যমে অভিষেক হয় তাঁর। এরপর ‘ইগা’, ‘ডোকুডু’, ‘থেরি’, ‘ইউটার্ন’, ‘মেরসাল’, ‘রঙ্গস্থলম’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন পণ্যের দূত হিসেবে কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুন্দরী বেশ জনপ্রিয়। অসংখ্য ভক্ত-অনুরাগী তাঁর। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার এক কোটি ২৯ লাখ। একঝলকে দেখে নিন সামান্থার দারুণ সব আলোকচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে