ডাক্তারি পড়ে পাড়ার ছোট ফার্মেসিতে চেম্বার করলে ক্ষতি নেই, তাও ছেলে ডাক্তার, অনেক সম্মান।কিন্তু সেই ফার্মেসির উদ্যোক্তার সম্মান নেই, কারণ সে তো ‘ব্যবসা’ করে।ইঞ্জিনিয়ারিং পড়ে কোন কোম্পানিতে ১৫ হাজারে প্রোগ্রামিং এর জব করলে অনেক সম্মান, ছেলে ইঞ্জিনিয়ার।কিন্তু বাংলা সাহিত্যে পড়ে নিজ উদ্যোগে প্রোগ্রামিং শিখে বিদেশি ক্লায়েন্টদের জন্য প্রোগ্রামিং এর ফ্রিল্যান্স কাজ করে লাখ টাকা দেশে আনলেও তার সম্মান নেই।আইবিএ পড়ে দুধের কোম্পানি মিল্ক ভিটাতে চাকরি করলে তার অনেক মান। কিন্তু গ্রেজুয়েট হয়ে কেউ গরুর ফার্ম করতে চাইলে মানুষের নানা সমালোচনা শুনতে হয় । শিক্ষিত হয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়ে রেস্টুরেন্টের ওয়েটার হয়ে কাজ করলেও সম্মান পাওয়া যায় কিন্তু নিজ দেশে পার্টটাইম কোন জব করতে বললে ইজ্জ্বতে আঘাত লাগে।
বদলে দিন আপনার চিন্তা ভাবনা ইচ্ছে করলেই আপনি আমি আমরাই পারি দেশে লক্ষাধিক চাকরি তৈরি করে বেকারত্ব থেকে মুক্তি পেতে।
কিন্তু সমাজ উদ্যোক্তাদেরকে কটু চোখে দেখে, বেকার যুবকগন নিজের দোষ না দেখে সরকারের উপর দোষ চাপিয়ে দেয়। তরুন সমাজের অনেকে ভয় পায় উদ্যোক্তা হতে তাদের ধারনা উদ্যোক্তা হতে পুঁজি লাগে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। চোখ কান খুলে শিখতে হবে জানতে হবে । যত জানব, তত শিখব তাহলেই সমাজ পরিবর্তন হবে আমরাও এগিয়ে যেতে পারব। আপনি এগিয়ে গেলে অন্যরাও এগিয়ে যাবে এগিয়ে যাবে সোনার বাংলা।