আইনজীবী সমিতির ৪ কোটি ২৪ লক্ষ টাকা আত্মসাতের মামলায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।
সোমবার (১৭ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি মাহবুবুর রহমান এ আদেশ দেন।
অভিযুক্ত আবু তাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের আস্থাভাজন ব্যক্তি ।
জানা যায়,২০২৪ সালের ২৬ ডিসেম্বর সমিতির ৪ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাৎী হয়ে অ্যাডভোকেট আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, লেজার বইয়ে ওভাররাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার সৃজন, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে সাধারণ সম্পাদক থাকাকালে আত্মসাৎ করেন ৪ কোটি ২৪ লাখ টাকা। এ কাজে তাকে সহায়তা করেন হিসাবরক্ষক কাজী সুমন।
অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৪ নভেম্বর কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্তে আবু তাহেরের জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যপদ স্থগিত ও কাজী সুমনকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে আইনজীবী সালাউদ্দিন বলেন, সমিতির তদন্তে আবু তাহেরের অর্থ আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে। সোমবার তিনি জেলা ও দায়রা জজকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জামিনের বিরোধিতা করেন। আদালতে আইনজীবীরা তার বিরুদ্ধে স্লোগান দেন।
কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, এ ঘটনা আমাদের জন্য লজ্জাকর। এত বড় অর্থ আত্মসাতের বিষয়টি এড়ানো যায় না।