সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাঁদের মধ্যে সৌদি রাজপরিবারের দুজন সদস্যও রয়েছেন। রাজকীয় এক আদেশে বলা হয়েছে, সালমান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটে যৌথ বাহিনীর কমান্ডার পদ থেকে প্রিন্স ফাহাদ বিন তুর্কিকে বরখাস্ত করেছেন।ডেপুটি গভর্নরের পদ থেকে তাঁর ছেলে আবদুলআজিজ বিন ফাহাদকে অপসারণ করা হয়েছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, রাজকীয় ওই আদেশে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘সন্দেহজনক অর্থনৈতিক লেনদেন’ বিষয়ে আরও চার কর্মকর্তাসহ ওই দুজনের তদন্ত করা হবে। সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছেন।সমালোচকেরা বলছেন, ক্ষমতা ধরে রাখতে উচ্চপদে থাকা যাঁরা বাধা হতে পারেন, তাঁদের সরিয়ে দিতে চান যুবরাজ সালমান।