সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পর শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর পরই এই ঘোষণা এলো।
নতুন প্রেসিডেন্ট প্রসঙ্গে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুকতাম টুইট বার্তায় বলেন, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করছি এবং আমাদের জনগণ তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করছে।
৬১ বছর বয়সী শেখ মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) হিসেবে পরিচিত। আরব দুনিয়ায় উদীয়মান ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয় তাকে।