1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন কু‌মিল্লা সদর দ‌ক্ষিণে স্কুল ফেরার প‌থে শিশু‌কে ধর্ষণের পর হত্যা ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

আবারো যোগাযোগ লাইন চালু করলো দুই কোরিয়া

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৩১ বার পঠিত

উত্তর ও দক্ষিণ কোরিয়া আন্ত-সীমান্ত যোগাযোগ ব্যবস্থা ফের চালু করেছে। প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে সকল সরকারি হটলাইন ছিন্ন করার এক বছরেরও বেশি সময় পর এসব লাইন চালু করা হলো। এ খবর এএফপি’র।

আজ মঙ্গললবার (২৭ জুলাই) সকালে দেশ দুটির সকল যোগাযোগ লাইন ফের চালু করা হয়।

সীমান্তবর্তী এলাকায় পিয়ংইয়ং বিরোধী লিফলেট বিতরণের পর গত জুনে উত্তর কোরিয়া একতরফাভাবে দক্ষিণ কোরিয়ার সাথে সকল সরকারি, সামরিক ও রাজনৈতিক যোগাযোগ বন্ধ করে দেয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে তিন দফা সম্মেলন সত্ত্বেও আন্ত:কোরীয় সম্পর্কের অচলাবস্থার কোন পরিবর্তন ঘটেনি।

তবে আকস্মিক এক ঘোষণায় উভয় দেশ জানায়, আজ মঙ্গলবার সকালে সকল যোগাযোগ লাইন ফের চালু করা হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘শীর্ষ নেতাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী উত্তর ও দক্ষিণ কোরিয়া ২৭ জুলাই সকাল ১০টা থেকে আন্ত-কোরীয় সকল সংযোগ লাইন ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করে।’

মুনের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘সম্পর্কোন্নয়নের লক্ষ্যে গত এপ্রিল থেকে দুই কোরিয়ার নেতারা ব্যক্তিগতভাবে বিভিন্ন চিঠি চালাচালি করেন এবং প্রথম পদক্ষেপ হিসেবে তারা হটলাইন ফের চালু করার ব্যাপারে সম্মত হন। মঙ্গলবার সকালে তা কার্যকর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com