কত্তো সহজ, কত্তো সাধারণ আমাদের জীবন,সরল সমীকরণ। মনে হয় চোখবুঁজে হাতের কড়া গুনেই সব হিসেব মিলিয়ে দেওয়া যাবে। ব্যাপারখানা এমন যেন,মায়ের হাতে মাখা দুধভাত। মুখে দিলেই এক ঢেকুরে মিলিয়ে যাবে। কত্তো সহজ কত্তো সরল ঝঞ্ঝাটহীন আমাদের প্রতিটি দিনের জীবন। একটুখানি ঘষে মেজে জোড়াতালি দিলেই চলতেই থাকে চলতেই থাকে বিরতিহীন।
রাজধানীর রাজপথে লোহার বেড়িতে বাধা কণ্টকাকীর্ণ পথের কোন ঘোড়া নয়,বিশালদেহী কোন জন্তুও নয়। টক টক করে আধা কিলো দৌড়ে গেলেই হাঁপিয়ে যাবে,ঝিমিয়ে পড়বে। বারবারই মনে হচ্ছিল আমাদের জীবনটা কত্তো আনন্দের, কতটা সহজ।
জোরে একটা তুড়ি মেরেই জীবনের অংকটা মিলিয়ে দেওয়া যাবে,ঠিক এমন, ঠিক এমন। লক্ষ্যবস্তু ঠিক রেখে গুলি করলেই সহজে ভাগ্যটাকে নিজের করে নেওয়া যাবে,টার্গেট মিলে যাবে,আর সফলতাও মুঠোবন্দি হবে।
কিন্তু আজ পঞ্চাশ বছর ধরে ছোট্ট একটি অংক মিলাতেই কতো শ্রম, কতো প্রচেষ্টা। সরল অংক সরল চিন্তা, সাধারণ জীবন,তবুও অংক মিলেনা তো মিলছেই না। অংক কষছি আর কষছি। অংক কষছি বয়স গুনছি। ফাগুন আসে বসন্ত যায়,রাফ করছি অংক কষছি। রাফ করতে করতে খাতায় খাতায় ভরে গেছে জীবনের পুরো লাইব্রেরি। জীবন ঠিকই চলছে,রাফও করছি,শুধু জীবনের অংকটা মিলছে না তো মিলছেই না!
লেখক: মনিরুজ্জান মানিক
পুলিশ পরিদর্শক