এক সপ্তাহ না যেতেই পদত্যাগ করলেন পেরুর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া ম্যানুয়েল মেরিনো। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর রোববার পদত্যাগ করেন তিনি।
মাত্র পাঁচদিন দায়িত্ব পালন করেছেন এই অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সরকারবিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ হস্তক্ষেপ করেছিল। এতে দু’জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।সাম্প্রতিক সময়ে করোনা মহামারিতে পেরুর অর্থনীতিতে ধস নেমে এসেছে। এর মধ্যেই সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশজুড়ে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে।
এদিকে মেরিনোর পদত্যাগের খবর পেয়ে আনন্দ করেন বিক্ষোভকারীরা। পতাকা উড়িয়ে মিছিল করেছে তারা। সেই সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তাই এখন দেখার বিষয়।