পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। কিন্তু মনে হচ্ছে আমাকে নিয়ে তার সমস্যা রয়েছে। রবিবার সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, সেনাপ্রধানকে শত্রুভাবাপন্ন করে তোলার মতো কিছু করিনি আমি। কিন্তু হয়তো আমার বিরুদ্ধে তার এমন কিছু রয়েছে যা আমি জানি না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘তার (সেনাপ্রধান) সঙ্গে আমার কোনো সমস্যা নেই, তবে মনে হয় আমাকে নিয়ে তার কোনো সমস্যা আছে।
ইমরান খান বলেন, ‘আমি সেনাপ্রধানকে ক্ষেপিয়ে তোলার মতো কিছু করিনি, তবে আমাকে নিয়ে তার এমন কোনো সমস্যা আছে. যা আমি জানি না।’
এর আগে, জামিনে মুক্তি পাওয়ার পর ইমরান খান তাঁকে গ্রেফতার করার আদেশ দেয়ার জন্য সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছিলেন।
গত ৯ মে ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন।