সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবার শেষ রাতে চালানো হামলায় এক সেনা নিহত ও সাত বেসামরিক আহত হয়েছে। মঙ্গলবার সামরিক সূত্রকে উদ্ধৃত করে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
সামরিক সূত্র মতে, স্থানীয় সময় সোমবার রাত ২৩টা ৩৫ মিনিটে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল আলেপ্পো বিমানবন্দর ও শহরের কয়েকটি স্থান। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির দাবি, তারা সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলা চালায়।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার বিক্ষোভ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধকালে দেশটিতে ইরানের প্রভাব ও উপস্থিতি বেড়েছে।
সূত্র: রয়টার্স