বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করা নেই এমন নিক্তি (ওজন পরিমাপক যন্ত্র) ব্যবহার করা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা এবং লাইসেন্সবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে রেস্টুরেন্ট পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করার অভিযোগে বিভিন্ন দোকান ও একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ।
বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করা নেই এমন নিক্তি (ওজন পরিমাপক যন্ত্র) ব্যবহার করা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ৫ টি মামলায় ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়।
লাইসেন্সবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি করার অভিযোগে কারওয়ান বাজারের চারুলতা রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় কারওয়ান বাজার হাঁস-মুরগী মার্কেট, গরু ও খাসির মাংসের দোকানসমূহ, মাছ বাজার, মুদি দোকান ও ফলের দোকানসমূহ মনিটরিং করা হয়। এসময় দোকানসমূহে দ্রব্যমূল্যের তালিকা টানানো রয়েছে কিনা, সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা, নিক্তি (ওজন পরিমাপক যন্ত্র) সঠিক মাপ দেয় কিনা এবং বিএসটিআই কর্তৃক ভেরিফাইড কিনা প্রভৃতি বিষয় দেখা হয়।