1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

শীতকা‌লে পা ও মোজার দুর্গন্ধ দূরের সহজ উপায়

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৪৩ বার পঠিত

শীতকালে অধিকাংশ মানু‌ষের ঘামে পায়ের মোজায় সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ। মোজা থেকে তৈরি হওয়া দুর্গন্ধের ফলে অনেককে লজ্জায় পড়তে হয়।

কিছু টিপস মেনে চললে আপনি এড়াতে পারবেন এই বিব্রতকর পরিস্থিতি। জেনে নিন মোজার দুর্গন্ধ দুর করার সহজ কিছু টিপস।

১. জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে রাখুন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো বেকিং সোড়া ব্যবহার করবেন না।

২. ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা রেখে বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরের দিন সেই মোজায় দেখবেন কোন গন্ধ নেই।

৩. জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে নাই হয়ে যাবে।

৪.স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫.কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘন্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com