বাংলাদেশের ইতিহাস বলে আগস্ট মাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা গুলো ঘটে থাকে। এই মাসটা বাঙ্গালী জাতীর শোকের মাস পাশাপাশি ২১শে আগষ্ট গ্রেনেড হামলা সহো আরো অনেক ষড়যন্ত্র হয়েছে এই মাসে। আর এখন সবচেয়ে ভয়ংকর আরো একটা ঘটনার জন্ম নিলো তা হলো দেশের দুই বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।৩১শে জুলাই রাতে মেজর রাশেদকে হত্যার মাধ্যমে আবারো একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে সেনাবাহিনী আর পুলিশ বাহিনীর মধ্যে দুরত্ব তৈরি করার জন্য।আমরা সাধারণ মানুষ এতো বড়ো ষড়যন্ত্রের নেপথ্যে কে আছে তা জানা আমাদের পক্ষে সম্ভব না।তবে বিচার বহির্ভূত হত্যাকান্ড কোন ভাবেই মেনে নেওয়া যায় না।আমার ব্যক্তিগত অভিমত ক্রসফায়ার বন্ধ করা উচিৎ। আবার তার সাথে বিশেষ বাহিনীর কর্মকাণ্ড গুলোও বন্ধ করা এখন সময়ের দাবী।আমি মনে করি কোন ব্যক্তির দ্বায় পুরো বাহিনীর উপর ফেলা ঠিক হবে না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গুলোর আরো সক্রিয়তা আশা করছি বিশেষ করে এই আগষ্ট মাসকে ঘিরে।কোভিড সিচুয়েশনেও যারা দেশ বিরোধী কর্মকাণ্ড করে এরা মানুষ না এরা জানোয়ার।
আর জানোয়ারের শাস্তি শুধুমাত্র মৃত্যুদন্ড।