২৯ অক্টোবর শুক্রবার রাত ৯:৩৫ মিনিটে বনানী কাকলী এলাকায় সিগনালে মোটরসাইকেল নিয়ে দাড়ানো ছিলাম। হঠ্যাৎ করে চোখে পড়ল ছোট দুই শিশু রিহাম পরিবহন নামক বাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে ! প্রথমে বুঝতে পারিনি কাউকে ডাকছে নাকি বিপদে পড়ে চিৎকার করছে। এরমধ্যে জ্যাম ক্লিয়ার হওয়ায় দ্রুত বাসের একপাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে বুঝার চেষ্টা করছি ঘটনা কি! বাসটি অনেক গতি বাড়িয়ে ছুটতে লাগল। এর মধ্যে আমার মত আরও দুই মোটরসাইকেল আরোহী বাসটিকে ধাওয়া করছিল, তিনজন বাইকার বাসটিকে থামানোর জন্য বললে বাসের চালক বেপরোয়া গতিতে ছুটে চলে। একপর্যায়ে মহাখালী ফ্লাই ওভারের নিচে একটু জ্যাম থাকায় বাসটির গতি কমে আসলে দ্রুত তিন হোন্ডা বাসটির সামনে রেখে থামাতে সক্ষম হই।
এই সময় বাসে ওঠে দেখি ৭ বছরের একজন ও ১২ বছরের একজনসহ দুই শিশু কান্নাকাটি করছে। পাশেই তাদের মা ও মায়ের কোলে এক নবজাতককে নিয়ে আহাজারি করছিল। খুবই দ্রুত সময়ে পাশের মহাখালি বাস টার্মিনাল থেকে একদল শ্রমিক দৌড়ে এসে আমার সাথে থাকা মোটরসাইকেল আরোহীর সাথে তর্কাতর্কি করে ও মারধর করে। এ কেমন অমানবিকতা শিশুদের সাথে। চোখে না পড়লে হয়ত এই নিষ্পাপ শিশুদের সাথে ঘটে যেত ন্যাক্কারজনক গল্পের সুচনা।
রাজধানীতে চলন্ত বাসে এ ধরনের বর্বচিত ঘটনা কোন ভাবেই কাম্য নয়। । ভাল থাকুক বাসের যাত্রী মা ও তার শিশুরা ।বি:আ।