করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। ৬ই জুন মধ্যরাত থেকে ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৬ই জুন মধ্যরাত থেকে ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। মার্চের শুরু থেকে প্রথমে গণপরিবহন ও অফিস চালু রেখে বিধিনিষেধ জারি করে সরকার।
গত ১৪ই এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। পরে ৬ দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়।