গাজীপুরের জয়দেবপুর থানায় করা মামলায় জামিনের দুই বছর পর কারামুক্ত পাকিস্তানি নাগরিক ইঞ্জিনিয়ার খালিদ মাহমুদ। ২০১৫ সালে তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় গাজীপুর জেলা জজকোর্ট থেকে জামিন আবেদন করেন খালিদ। সেখানে আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনে ২০১৬ সালে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।