পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রচারে গিয়ে আঘাত পাওয়ার পর পায়ে প্লাস্টার করা হয়েছে তার। ফলে হুইলচেয়ারে করেই ভোটের প্রচার করেছেন গত একমাস ধরে।এ বার ভোট দেওয়ার সময় হয়েছে। কিন্তু পায়ে প্লাস্টার থাকায় হুইলচেয়ারে করেই ভোট দিতে যেতে হচ্ছে তাকে। বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনও মিত্র ইনস্টিটিউটে র্যাম্প বসিয়েছে, যাতে মুখ্যমন্ত্রীর কোনও অসুবিধা না হয়।
যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রতি বুথেই র্যাম্প তৈরির করার নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই ভাবনীপুর বিধানসভার মিত্র ইনস্টিটিউটের বুথে তৈরি করা হয়েছে র্যাম্প।
বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কারণ এখানে ভোট দিতে আসবেন মমতা ব্যানার্জি। ভবানীপুরের দুবারের বিধায়ক মমতা এ বার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন।
গত লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভার এই বুথে এগিয়েছিল বিজেপি। এ বার বিজেপি প্রার্থী রুদ্রনীল সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন। তাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য হবে এই বুথ থেকে শোভন দেবকে ভাল ব্যবধানে এগিয়ে আনা।