1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অডিও ফাঁস, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বিভ্রান্তি’ আন্দোলনে নিহত-আহতদের তালিকা যাচাইয়ে কমিটি, আগামীকালের মধ্যে পাঠানোর নির্দেশ ডিএন রোড বাসি কোন পথে?? শ্রমিকদের স্হায়ি সমস্যা সমাধানে সর্বশক্তি প্রয়োগ করবো:প্রধান উপদেষ্টা কড়া হুশিয়ারি,স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে: তারেক রহমান গতকাল ১০ সেপ্টেম্বর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডাঃ সেলিনা আক্তারের ভূল চিকিৎসায় বন্দর থানার নবীগঞ্জ এলাকার আরমান(৩৮) নামে এক রোগী মারা যায়।এতে রোগীর স্বজনরা উত্তেজিত হলে স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকুর ভাগিনা তানহা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে হুমকি প্রদান করলে জনতার নিকট আটক হয়ে প্রশ্নের সম্মুখীন হয়। টিপুকে হত্যার চেষ্টায় আশা-মকুল সহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা। রাজশাহী‌তে সা‌বেক ছাত্রলীগ নেতা‌কে পি‌টি‌য়ে হত্যা কু‌মিল্লার দাউদকান্দিতে প্রকা‌শ্যে যুবককে কুপি‌য়ে হত্যা- হাত কেটে নিয়ে যায় সন্ত্রসীরা এসএসসি পা‌শে বি‌জি‌বি‌তে চাকুরি

স্বাধীনতার ৫০ বছ‌র ! কি পেল বাংলা‌দেশ-রুবা‌য়েত হো‌সেন

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

ছোটবেলায় আমরা যখন খেলতাম, প্রায় প্রতিদিন সঙ্গীদের সাথে ঝগড়া হতো। হাতাহাতি মারামারি কদাচিৎ হতো।    কেউ কেউ অবশ্য মুখেও কিছু না বলে নিরাপদ দূরত্বে গিয়ে প্রতিপক্ষকে লাথি দেখাত। কখনো দেখিয়ে দেখিয়ে থুঃ ফেলতো।  বলা ভালো, সেসব কিছুই আরেকজনের গায়ে না লাগলেও এটা ছিলো প্রতিবাদ বা ঝগড়ার চূড়ান্ত পর্যায়। এবং প্রতিপক্ষের জন্য চরম অপমানের।

এসব চিন্তা করলে আজ হাসি পায়। চিন্তার প্রসঙ্গে বরং বলি

আমরা আজকাল চিন্তা করা ছেড়েই দিতে চাই একরকম। আমাদেরকে অথর্ব, চিন্তাবিমুখ বানিয়ে রাখার স্পষ্ট কার্যক্রম যখন রাষ্ট্র স্বয়ং হাতে তুলে নিচ্ছে তখন চিন্তায় কেবলি দুঃচিন্তা বাড়ে আপনজনদের।
তাই আজকাল দেশে অবস্থান করে চিন্তা করার দুঃসাহস অনেকেই আর দেখান না।

নিরাপদ দূরে গিয়ে, অর্থাৎ দেশের বাইরে ইউরোপ আমেরিকা নিদেনপক্ষে সৌদি আরব থেকে চিন্তা কিছু যাও বা আসে তা ফেসবুকে সামান্য ঢেউ তুলে মিলিয়ে যায় মহাকালের শূন্য গহবরে। এসব কিছুটা যেন আমাদের সেই ছেলেবেলার ঝগড়ার মতো, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বকাঝকা করা।

হ্যাঁ, এটা সত্যি যে দেশে অবস্থান করে চিন্তা করা এবং সরব হওয়া এখন দুঃসাহসই বটে!
খুব দ্রুতই বদলে যাচ্ছে দৃশ্যপট। কোথায় গিয়ে থামবে কেউ জানে না।

তাই মানুষ পালাচ্ছে। যার পালানোর সাহস আছে, খুব তাড়া আছে, পথ খুঁজে পাচ্ছে, যে যেভাবে পারে পালাচ্ছে।
এই পলায়ন বেগমপাড়া কিংবা সাহেবপাড়া বানিয়ে নয়।  শ্রমিক হয়ে, উদ্বাস্তু হয়ে, আশ্রয়ের আশায়, শুধু একটু মানুষের মত বেঁচে থাকার আশায় মানুষ পালাচ্ছে। সন্তানের জন্য পালাচ্ছে। উত্তমপুরুষের জন্য পালাচ্ছে।

চারিদিকে তাকিয়ে চোখ ফেটে জল গড়াতে চায়।

রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখি একজন মানুষ পতাকার ফেরিওয়ালাকে ডেকে দাঁড় করিয়ে হাতের ফোনে ছবি তুলছেন। ফেরিওয়ালাও নানান ভঙ্গিমায় পোজ দিচ্ছেন। এবং সেই দৃশ্য রাস্তায় ভীড় করে দাঁড়িয়ে সবাই দেখছেন। তখন মনে পড়ে এটা মার্চ মাস! হ্যা, এই আমাদের ৫০ বছর পূর্তির স্বাধীনতার মাস!
সেই সাথে মনে পড়ে, দেশে আছে আরো অনেক ফেরিওয়ালা! তারাও লালসবুজ পতাকাটাকে পুঁজি করে নানা ভঙ্গিমায় ছবি তুলে যাচ্ছেন।

আমরা অথর্ব, কর্মহীন, চিন্তাশক্তিরহিত মানুষ ভীড় করে সেই কর্মযজ্ঞ দেখছি। দেখেই চলেছি।

‌লেখক:

রুবা‌য়েত হো‌সেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com