আজকের কয়েকটা মৃত্যুর খবর মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। এতো সুইসাইড, পারিবারিক কলহ, মানুষের জীবনের প্রতি বিদ্বেষ , একে অন্যকে ছাড় না দেয়া, এগুলোর কারন কি? আমার কাছে মনে হচ্ছে ৯০ % কারন হচ্ছে মাদক। সমাজে মাদকের ভয়াবহতা মারাত্মক। এগুলোর জন্য দায়ী কে? রাষ্ট্র, সমাজ নাকি পরিবার? এই তিনটার কোনটাই এর দায় এড়াতে পারে না। আমার জানামতে সরকারী গবেষনায় এদেশে মাদক সেবন করে প্রায় ১ কোটির ও বেশি মানুষ । ১কোটি মানুষ মানে ১কোটি পরিবার। ১কোটি পরিবার মানে নূন্যতম ৮ কোটি মানুষ। তাই আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বে থেকেও আমাদের এই সমাজের মাদক নিয়ন্ত্রণে কোন ভূমিকা পালন করেন না, তাদের জন্য বলতে চাই আরেক জন ঐশির জন্ম হবে না, এটার কোন নিশ্চয়তা আছে? সুতরাং প্রশাসন, রাষ্ট্রের নীতি নির্ধারকগন একটু সমাজের প্রতি মনোযোগ দেন। এটা ভাইবেন না আমার ছেলেমেয়েরা তো বিদেশে থাকে, সমাজ জাহান্নামে যাক , আমার কী?