শিক্ষার্থীসহ বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ শুরু করবে দক্ষিণ কোরিয়া। সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই ভিসা গ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে।
রোববার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করে দিয়েছিল। তখন দক্ষিণ কোরিয়া সরকারের এ সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করেছিল সিউলে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
এদিকে শনিবার থেকে রাজধানী সিউলের বাইরে ব্যবসায়িক কার্যক্রমের ওপর থেকে কারফিউ শিথিল করে দিয়েছে দেশটি। করোনাভাইরাস সংক্রমণ রুখতেই এই কারফিউ জারি করা হয়েছে। এতে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অতিসংক্রামক এই ভাইরাস শনাক্তে আগ্রাসীভাবে পরীক্ষার পদক্ষেপ নিয়েছিল দক্ষিণ কোরিয়া। সেখানে করোনা আক্রান্ত রোগীদের অধিকাংশই রাজধানী সিউলের বাসিন্দা। পাশাপাশি বন্দর নগর ইনচিওন, গেওঙ্গী প্রদেশেও কিছুসংখ্যক আক্রান্ত হয়েছেন।