আমরা চবিয়ান মুগ্ধ সতীর্থ স্বজন
চলছি একসাথে হাতে হাত রেখে নিত্য।
দেশে বা বিদেশে যেখানেই যে থাকি,
আঠারো নভেম্বর জন্মদিনটা মনে রাখি,
আমরা গর্বিত চবিয়ান ভুলিনা সহজে।
সবে মিলে রাখবো সবুজ প্রিয় ক্যাম্পাস
ভালবাসায় ভরে দেবো স্মৃতির মিনার।
হাজার স্মৃতিকে করে বুকেতে ধারণ
এগিয়ে চলছি মোরা অগণিত ভাইবোন।
ঐতিহ্যে অতুলনীয় তুমি, গর্বেও সেরা
প্রকৃতির লীলাভূমি সবুজেতে ঘেরা।
ছেষট্টিতে জন্ম তোমার চুয়ান্ন বছরেও
অবিকল অবিরাম জ্ঞান বিলিয়ে ভান্ডার
পূর্ণ করে যাচ্ছো নিত্য নতুনের সন্ধানে।
বয়স হয়েছে অনেক তবু্ চিরনতুন
যত দেখি ভালবাসি আহা ভালবাসি।
নিরন্তর জেগে আছি আমরা চবিয়ান
দুরন্ত দুষ্টু চঞ্চল চপল চপলা দলবেঁধে।
অস্তিত্বের অলিতে-গলিতে গাঁথা নিসর্গ
মানুষ গড়ার কারিগর তোমাতে নিহিত।
সেরাদের সেরা গড়ে অহংকারী তুমি
দেশ গড়তে অবিচল শত চবিয়ান
ভালবাসি চবি , ভালবাসি সতীর্থ স্বজন,
জ্ঞানে আলোকিত আর হউক মহীয়ান,
উজ্জ্বল করুক দেশ, পৃথিবী চরাচর।
সগৌরবে উদ্ভাসিত হোক আমাদের
গর্বের চবি, অগ্রজ অনুজ চবিয়ান ।
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।