সৌদি আরবের প্রখ্যাত নারী মানবাধিকার কর্মী লুজাইন আল-হাসুলল কারাগারে আমরণ অনশন শুরু করেছেন। স্থানীয় সময় সোমবার ২৬ অক্টোবর কারাগারের কক্ষ থেকে খাবার ফেরত পাঠাচ্ছেন, খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি।
কারাগারে বন্দী থাকা অবস্থায় তাকে ফোন কল রিসিভ করতে দেয়া হয় না এবং পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে না পারার প্রতিবাদেই অনশন শুরু করেছেন লুজাইন।
মঙ্গলবার ২৭ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সকে তার বোন লিনা আল-হাসুল জানান, সোমবার থেকে লুজাইন অনশন শুরু করেছেন। তাকে পরিরবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলতে দেয়া হয় না, এমনকি দেখাও করতে দেয় না সৌদি কর্তৃপক্ষ। তার সঙ্গে সরকার খুবই বাজে আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ জাতীয় আরো খবর..