ভূমধ্যসাগরে নিয়ন্ত্রণ বৃদ্ধির অংশ হিসেবে যৌথ নৌমহড়া করেছে ইসরাইল, গ্রিস, ফ্রান্স ও সাইপ্রাস। এতে যুদ্ধকালীন সাবমেরিন মোকাবেলা, সমুদ্রে অন্বেষণ ও উদ্ধার কার্যক্রমের মহড়া চলে। এতে অংশ নিয়েছিল দেশগুলোর যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার। ইসরাইলি নৌবাহিনী এতে এসএএআর ৪.৫ ক্লাস মিসাইল ফ্রিগেট নিয়ে মহড়া করে। এটি সাবমেরিন ধ্বংসে সক্ষম। এছাড়া দেশগুলোর সাবমেরিনও এই মহড়ায় অংশ নেয়।
মহড়া নিয়ে গ্রিসের নৌবাহিনী জানিয়েছে, এই মহড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আধুনিক সময়ে সমুদ্রে যেসব চ্যালেঞ্জ দেখা যাচ্ছে তা মোকাবেলা করা। একইসঙ্গে মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন এবং বোঝাপরা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।
মহড়াটি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল এবং ক্রিটান সাগরে আয়োজিত হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, মহড়ার বেশিরভাগ অংশেই ছিল পানির নিচের যুদ্ধের প্রস্তুতি। মহড়ায় অংশ নেয়া দেশগুলোর ভূমধ্যসাগরে বড় স্বার্থ রয়েছে।