রাজধানী দামেস্কে ইসরাইলি হামলা আবারও ঠেকিয়ে দিয়েছে সিরিয়া সামরিক বাহিনিী। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, তারা ইসরাইলের অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। এর ফলে সেগুলো আর লক্ষ্যে আঘাত হানতে পারেনি।
সিরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, রোববার সন্ধ্যায় গোলান মালভূমি থেকে দামেস্কের বিভিন্ন স্থান লক্ষ্য করে দখলদার ইসরাইল একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্রকেই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
সিরিয়া যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সে লড়াই বানচাল করার জন্য ইসরাইল এসব হামলা চালিয়ে আসছে। যারা উগ্র সন্ত্রাসীদেরকে অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে তার মধ্যে ইসরাইলও রয়েছে।-পার্স টুডে