রাজধানীর বাংলাবাজার এলাকা হতে মোঃ গিয়াস উদ্দিন ওরফে সুমন নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৩৬ বছর। তার পিতার নাম আবুল কাশেম পাটোয়ারী।
তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তার মুখে ছোট সাইজের ঘন কালো রংয়ের দাড়ি। পড়নে ছিল হলুদ রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট। তার গ্রামের বাড়ি চাদঁপুর জেলার ফরিদগঞ্জ থানার সিংহের গাঁও গ্রামে। বর্তমান ঠিকানা, এ/পি-৪৭ নং স্বামীবাগ, ওয়ারী, ঢাকা।
তিনি গত ২৭ আগস্ট, ২০২০ তারিখ দুপুর ১২.১৮ টায় বাংলাবাজার হতে চাদঁপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আর ফিরে আসেন নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সংক্রান্তে সূত্রাপুর থানায় মামলা রুজু হয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ, সূত্রাপুর থানায় (০১৩২০-০৩৯৯৪৯) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।