চুয়াডাঙ্গায় স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক স্বামীও। ১৩ জানুয়ারি বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা কারাগারের অদূরে স্পীড ব্রকোর অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা (৫০) নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। তিনি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দর্শনা অফিসের বিলিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। স্বামী আলতাব হোসেনও একই অফিসের প্রকৌশলী।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, চাকরির সুবাদে উম্মে সালমা ও আলতাব হোসেন চুয়াডাঙ্গায় বসবাস করেন। তারা চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে দর্শনা অফিসে যাতায়াত করতেন। বুধবার রাত ৮টার দিকে দর্শনা থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় ফিরছিলেন।
জেলা শহরের জেলখানার অদূরে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতিরোধক/স্পীড ব্রেকার অতিক্রম করার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন উম্মে সালমা। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান আলতাব হোসেনও। এতে উম্মে সালমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে হাসপাতালে যাওয়ার পর সালমা মারা যায়।