কোর কমিটির বৈঠকের পর আজ সোমবার প্রকাশিত একটি বিবৃতিতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির কারাবাসের সময় নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিটিআই। দলটি বুশরা বিবিকে অপর্যাপ্ত ও অনিরাপদ খাবার সরবরাহের অভিযোগ জানানো ছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে।