ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই ঝরলো রক্ত। মালদার কালিয়াচকে তৃণমূল নেতা মোস্তফা শেখকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি।
জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে মোস্তফার শেখের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। তৃণমূলের গোষ্ঠীর অভ্যন্তরণী কোন্দলে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
হত্যার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ৮ দিনে রাজ্যে ৭টি হত্যার ঘটনা ঘটেছে। প্রথম প্রাণহানির ঘটনাটি ঘটে মুর্শিদাবাদে। তিনি কংগ্রেসের কর্মী ছিলেন। মুর্শিদাবাদের নবগ্রামে একজন তৃণমূল কর্মী নিহত হন। সব মিলিয়ে বাংলায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই কয়েকদিনে।
কালিয়াচকে তৃণমূল নেতা হত্যার খবর পেয়েই মালদা জেলাশাসককে ফোন করে কমিশন। মালদা জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। হত্যার ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। কংগ্রেসের পাল্টা দাবি, তৃণমূলে কোন্দলের ফলেই এসব ঘটনা।