রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ। মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে রয়টার্স।
একটি সামরিক অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে লুকাশেঙ্কো বলেন, ‘রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা এসেছে। বোমাগুলো জাপানের নাগাসাকি ও হিরোশিমায় নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ বেশি শক্তিশালী।
চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৯ জুন) তিনি জানিয়েছেন, মিনস্কে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা চালু হওয়ার পরই এসব অস্ত্র মোতায়েন করা হবে।
সোভিয়েত আমলের পর প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে কোনও দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া। স্বভাবতই বিষয়টি ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।
এ বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন। রয়টার্স।