ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতো, তাহলে তা করা থেকে তেহরানকে থামাতে পারতো না পশ্চিমারা। ইরানকে ঘিরে চলমান পারমাণবিক উত্তেজনার মধ্যে রবিবার (১১ জুন) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই মন্তব্য করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘তেহরানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে যে আলোচনা চলছে তা যে ভুয়া, সেটা পশ্চিমারাও জানে। ধর্মীয় বিশ্বাসের কারণে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না। তাছাড়া তারা এটি করা থেকে ইরানকে থামাতে পারতো না।’
সম্প্রতি ‘ফাত্তাহ’ নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুত চলতে সক্ষম। প্রচলিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত চলে।
ক্ষেপণাস্ত্রটির মডেল উন্মোচন করেছেন ইসলামি বিপ্লবী গার্ডের মহাকাশ কর্মসূচির প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ। তিনি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বা ঠেকানোর মতো কোনও প্রযুক্তি নেই।’তেহরান দাবি করছে, যেকোনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে ‘ফাত্তাহ’। সূত্র: রয়টার্স