তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট বা রানঅফে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। স্থানীয় সময় রবিবার (২৮ মে) রাতে ভোট গণনার পর বেসরকারি ফল ঘোষণা শুরু হয়েছে। ৮৫ দশমিক ৪৫ শতাংশ ভোট গণনার পর এগিয়ে রয়েছেন তিনি। এর মধ্যে তিনি পেয়েছেন ৫৩ দশমিক ১৫ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৬ দশমিক ৫৯ শতাংশ ভোট। শুরুতে ব্যবধান আরও বেশি থাকলেও ধীরে ধীরে তা কমছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় রবিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৫টার দিকে শেষ হলে শুরু হয় গণনা। বাংলাদেশ সময় রাত ৯টার পর তুর্কি সংবাদমাধ্যম ফল প্রকাশ শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল পাওয়া যেতে পারে।