রাশিয়ার ওপর টোকিওর নিষেধাজ্ঞা এবং সমালোচনার উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। মস্কোর জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে জাপানি নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করে টোকিওর ‘অবৈধ পদক্ষেপের’ জবাব দেবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জাপান। অন্যান্য জি-৭ সদস্যদের সঙ্গে সমন্বয় করে রুশ সেনা কর্মকর্তাসহ ৭৮টি গ্রুপ, ১৭ ব্যক্তির সম্পদ জব্দ এবং ৮০টি সংস্থায় রফতানি নিষিদ্ধ করবে বলে জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো।
শনিবার মাতসুনো বলেন, ‘যুদ্ধকালীন সময়ে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনোই রাশিয়ার পারমাণবিক হুমকি মেনে নেবে না।
মাতসুনোর এই বক্তব্যের মাধ্যমে রাশিয়াকে ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ করা হয়েছে বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাকে শনিবার প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিন জানায়, কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন।সূত্র: রয়টার্স