ফিলিস্তিনি এক ব্যক্তিকে হেনস্তা করা এবং ঘটনার তদন্তে বাধা দেওয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি সামরিক আদালত। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের জন্য তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সামরিক বিবৃতিতে বলা হয়, দু’জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে ৪০ দিনের কারাদণ্ড। আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য সবাইকে পদচ্যুত করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার এবং হুমকি দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছেন আরও এক সেনা। তার মামলাটি এখনও বিচারাধীন।
ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের শত শত মামলার তদন্ত বা শাস্তি না হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইসরায়েল সরকারকে অভিযুক্ত করে।
ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের ‘কথিত অপরাধের’ ১ হাজার ২৬০টি মামলা হয়েছে; যার মধ্যে ৪০৯টি ফিলিস্তিনি জনগণকে হত্যার সঙ্গে জড়িত।
সূত্র: আল জাজিরা