টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের স্ত্রী চুমকির দখলে থাকা নগরীর পাথরঘাটা এলাকার বাড়ি লক্ষীকুঞ্জ, পাঁচলাইশ এলাকার ৬ গন্ডা জমি, কক্সবাজারের একটি ফ্ল্যাট এবং দু’টি গাড়ি ক্রোক করার আবেদন আদালতে জমা দেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মহানগর দায়রা জজ আশফাকুর রহমান সেই আবেদন মঞ্জুর করে সম্পত্তি ক্রোকের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিকে, রোববার সকালে মামলার নির্ধারিত তারিখে আদালতে প্রদীপের জামিন আবেদন জানায় তার আইনজীবীরা। এসময় আদালত দু’পক্ষের যুক্তিতর্ক শুনে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালতে আরো দু’টি আবেদন জমা দেয় প্রদীপের আইনজীবীরা। এর মধ্যে রয়েছে প্রদীপকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো এবং মামলা পরিচালনার সুবিধার্থে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করা। আসামি পক্ষের করা বাকি দু’টি আবেদনের শুনানি শেষে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালত।
প্রদীপের স্ত্রী চুমকির ৩ কোটি ৯৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দু’জনকে আসামি করে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২৩ আগষ্ট এ মামলা দায়ের করেছিলেন। মামলায় প্রদীপ দু’নম্বর আসামি।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতারে থাকা টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে কক্সবাজার কারাগার থেকে এনে ১৪ সেপ্টেম্বর এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। আগামী ১৩ অক্টোবর দুদকের এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে আদালত।
এ জাতীয় আরো খবর..