তুরস্কে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। এরদোয়ান ও কামাল কিলিচদারোগ্লুর মাঝে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ মে) তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোয়ান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, সেটি পাননি। অন্য কোনো প্রার্থীও ৫০ ভাগের বেশি ভোট পায়নি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবেন এরদোয়ান এবং কামাল কিলিচদারোগ্লু।