তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ২০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তবে প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট তিনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি।
বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টা পর্যন্ত ৮৯ দশমিক ২৪ শতাংশ ভোট গণনার ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিনি পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ ভোট।
প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীকে জয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। কোনও প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে শীর্ষ দুই প্রার্থী দুই সপ্তাহ পর আবার ভোটের লড়াইয়ে নামবেন। এ বছর দ্বিতীয় ধাপের ভোট ২৮ মে অনুষ্ঠিত হবে।
বিরোধী জোটের এক সিনিয়র নেতা রয়টার্সকে বলেছেন, মনে হচ্ছে প্রথম দফায় কেউ জয়ী হতে পারছেন না।
৫০ শতাংশের নিচে নামলো এরদোয়ানের প্রাপ্ত ভোট
আল জাজিরার সাংবাদিক আব্দেলাজিম মোহাম্মদ ইস্তাম্বুল থেকে বলেছেন, সিনান ওগানের প্রাপ্ত ভোটের হার স্থিতিশীল। তিনি যে ভোট পাচ্ছে তাতে করে এরদোয়ানের ৫০ শতাংশের ভোট নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আর কিরিকদারোগলুর পক্ষে ৫০ শতাংশের বাধা অতিক্রম সম্ভব হবে না। এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে, এরদোয়ানের ভোটের হার ৫০ শতাংশের অল্প কিছু কম থাকতে পারে শেষ পর্যন্ত, হয়ত ৪৯ দশমিক ৫ শতাংশ বা কাছাকাছি।
এবার ভোটার উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৪ শতাংশ। তুরস্কের নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬ কোটি ৪০ লাখের বেশি। স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে শেষ বিকাল ৫টায়। এর আগে প্রবাসী তুর্কিরা ভোট দিয়েছেন।
সূত্র: আল জাজিরা