পাবনার সাঁথিয়া উপজেলা রিসার্স ইনস্ট্রাক্টর হাফিজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল, “দি রোরাল অফ ক্যাপিটাল মার্কেট ফর ইকনোমিক ডেভোলপমেট এন্ড ইন্ডাস্ট্রিয়ালাইলজেশন ইন বাংলাদশ।
বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার ও অর্থনীতি বিভাগের শিক্ষক শতপ্রফসর ড. আলমগীর হাসান ভূঁইয়ার তত্ত্বাবধান তিনি এ গবষণাকার্জ সম্পন্ন করেন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর বানিয়াপাড়া গ্রামে ১৯৭৪ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত কুবাত আলী ও মাতার নাম মোছা: করিমন নেছা।অর্থনীতি বিষয় কৃতিত্বর সাথে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ২০০৩ সালে কুড়িগ্রামর উলিপুর উপজলায় ইউআরসি পদে যোগদানের মধ্যদিয় কর্মজীবন শুরু করেন। ২০২০ সালের ১ নভেম্বর থেকে তিনি পাবনার সাঁথিয়ায় ইউআরসি তে ইনস্ট্রাক্টর হিসব দায়িত্ব পালন করে আসছেন।