ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরলোক গমনে বাংলাদেশ হারালো পরম এক বন্ধুকে , ১/১১ এর পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল সকল ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী উচ্চারণ করে প্রণবমূখার্জি তখন বলেছিলেন অনেক হয়েছে আর বাড়াবাড়ি সহ্য করা হবে না। তারপর থেকেই ষড়যন্ত্রকারীদের পতন শুরু হয়। আজ বাংলাদেশের দূর্বার অগ্রযাত্রার পিছনে যার আন্তরিক সহযোগিতার হাত ছিলো অদৃশ্য ছায়ার মতো তিনিই প্রণব মুখার্জি। বাংলাদেশের ইতিহাসের পাতায় প্রণব মূখার্জির নাম লিখা থাকবে