ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় এক সাংবাদিককে গুলি চালিয়ে খুন করেছে দুর্বিত্তরা। নিহত সাংবাদিকের নাম রতন সিং। একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি ছিলেন তিনি।
বার্তা সংস্থা এএনআই জানায়, পুলিশের দাবি, পেশার কারণে তাঁকে খুন হতে হয়নি। সম্পত্তি নিয়ে ঝামেলার কারণেই এই হত্যাকাণ্ড। তাঁর বাড়ির কছে একটা জমিসহ বাড়ি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জনাকয়েক দুর্বিত্ত সেই বাড়ি ও জমি ঘিরে দেয়াল তুলে দেয়। জমিতে খড়ের গাদাও রেখে দেয়। রতন সিং সেই খড় সরিয়ে দেন। তারপর বিরোধ চরমে ওঠে এবং ওই তিনজন তাঁকে হত্যা করে।
কিন্তু রতন সিং-এর বাবা বিনোদ সিং পুলিশের এই দাবি কিছুতেই মানতে চাননি। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা ঘটনাস্থলে গিয়ে জেনে আসুন সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া ছিল কি না।’ পুলিশ গল্প বানাচ্ছে বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, রতনকে গ্রামে ডেকে নিয়ে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করা হয়েছে।