রাজধানীর পল্টন থানা এলাকা হতে ১৬টি চোরাই মোবাইলসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ টিপু সুলতান, মোঃ রফিক মিয়া, রুবেল মোল্লা ও মোঃ সাগর হোসেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) বিকাল ৫:০৫টায় পল্টন থানার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম ডিএমপি নিউজকে জানান, কতিপয় ব্যক্তি পল্টন থানার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন ছিনতাইকারী ও লুন্ঠনকারীদের নিকট হতে অল্প মূল্যে মোবাইল ক্রয় করে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল সেট ক্রয়-বিক্রয় করে আসছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।