নারী তুমি ভালো থেকো
নারী তুমি সময় দাও নিজকে নিজের মতো
নারী তোমার শক্তিমত্তার দেখাও প্রমাণ যতো।
নারী তুমি ভালবেসো নিজের জীবন নিজে
নারী তুমি বোধগুলো সব লাগাও নিজের কাজে।
অবহেলা অনাদরে করবে না দিন বেহাত
সাহস নিয়ে এগিয়ে যাবে করবে শত্রু আঘাত।
নারী তুমি যে মহীয়সী, জন্মদাত্রী , কন্যা
তুমি বোন আর ভালবাসা প্রেরণারই বন্যা।
নারী তুমি তোমার মতো মাথা উঁচু রাখো
নারী তুমি একটি দিবস একলা মনে থাকো।
নারী তুমি একটি দিবস নিজকে নিয়ে থাকো
নারী তুমি শরীরটাকে একটু যত্নে রেখো।
সুসময়ে দুঃসময়ে আশ্রয় তুমি সবার
বিপদ এলে আদূরে এক কন্যা তুমি বাবার।
নারী তুমি অনন্যা যে নেই তুলনা করার
নারী নম নম তুমি মম মা মমতারই আধার ।
সর্বংসহা তুমি জীবন জন্ম দাও হেসে
অবহেলি তারা পদে পদে যায় যে ভেসে।
পদদলিত করে তোমায় অবুঝ অথর্ব পুরুষ
তাদের তরে বলি তোমরা আজও এমন বেহুশ!
নারী কে যে অবহেলে চলছো আজও সবে
নারী রুখে দেবে একদিন ধরার অন্যায় তবে।
নারী কঠিন হলে তুমি কি তা পারবে সইতে
বন্ধ হলে সবই তুমি পুরুষ পারবে বইতে!
বছর বছর এমনি কাটুক কিসের দিবস আবার
নারী তুমি ভালো থেকো ভালো করো সবার।
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক