পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ উইকেট নিয়ে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
আজ (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে এই মুহূর্তে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ৩৯টি। সমান সংখ্যক উইকেট নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।