কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক অভিযানে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার ১০ সেপ্টেম্বর বিকেলে জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার কল্পবাস গ্রামের মোঃ জজু মিয়া এর ছেলে মোঃ সুমন মিয়া (২৮)।
পৃথক আরোও একটি আভিযানে একই দিন রাতে আলেখারচর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামি কোতয়ালী মডেল থানাধীন ধনঞ্জয় গ্রামের মোঃ হোসেন মিয়া এর ছেলে মোঃ রাহিম মিয়া (২০) ও একই থানার রাংগুড়ী গ্রামের মোঃ জাকির হোসেন এর ছেলে মোঃ রিয়াদ হোসেন (১৮)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।