1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উ‌খিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি , নিহত ১ ধর্ষক‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবী‌তে মহাসড়ক অব‌রোধ ক‌রে জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা কু‌মিল্লার ১৭ উপ‌জেলায় ১১ জন নারী ইউএনও কর্মরত ১৪ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের ইফতারের আয়োজন কু‌মিল্লা দেবীদ্বারে অজ্ঞাত নারীর লাশের প‌রিচয় পাওয়া গে‌ছে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুর মিয়া‌কে কুপিয়ে হত্যা ‌দৈ‌নিক কাল‌বেলার কু‌মিল্লা ব্যু‌রো চিফ হ‌লেন মাসুক আলতাফ চৌধুরী ধ্বংসস্তূপে ইফতার করলেন ফি‌লি‌স্তি‌নিরা পাবনার সাঁ‌থিয়ায় সড়কে গাছ ফে‌লে ৪০ গাড়ী‌তে ডাকা‌তি ‌বি:বাড়ীয়ার কসবা সীমা‌ন্তে বিএসএফের গু‌লি‌তে যুবক নিহত

কু‌মিল্লার ১৭ উপ‌জেলায় ১১ জন নারী ইউএনও কর্মরত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

কুমিল্লার ১৭ টি উপজেলার ম‌ধ্যে এগার‌টি উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ১১ জন নারী কর্মকর্তা দা‌য়িত্বরত র‌য়ে‌ছে। দেশের গুরুত্বপূর্ণ এই জেলার ১১টি উপজেলা ১১জন নারীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এ‌দের ম‌ধ্যে অ‌নে‌কে পৌর প্রশাসক ও উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউএনওরা ২৪ ঘণ্টায়ই সেবা দেন। আইনশৃঙ্খলার অবনতি কিংবা নারীর প্রতি সহিংসতা হলে তারা সবার আগে মাঠে যান। এখন প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তারা উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের কাজও করেন।

কু‌মিল্লা জেলা প্রশাসন সূত্র থে‌কে জান যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর থেকে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪ ব্যাচের সাহিদা আক্তার।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি থেকে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৪ ব্যাচের ক্ষেমালিকা চাকমা।
২০২৩ সালের ২০ জুলাই থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৫ ব্যাচের রুবাইয়া খানম।
২০২৪ সালের ৩১ জুলাই থেকে কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৫ ব্যাচের সুমাইয়া মমিন।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৫ ব্যাচের নাজিয়া হোসেন।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৪ ব্যাচের নাঈমা ইসলাম।
২০২৪ সালের ৩১ অক্টোবর থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৫ ব্যাচের ফাহরিয়া ইসলাম।
২০২৪ সালের ১০ নভেম্বর থেকে কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৪ ব্যাচের হ্যাপী দাস।
২০২৪ সালের ১৯ ডিসেম্বর থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৫ ব্যাচের ফাতেমা তুজ জোহরা।
২০২৫ সালের ২১ জানুয়ারি থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৬ ব্যাচের মাহমুদা জাহান।
সবশেষ ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৪ ব্যাচের হিমাদ্রী খীসা।

কুমিল্লার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, ‘আমরা যখন কাজ করি, তখন মনেই হয় না আমরা নারী নাকি পুরুষ। রাতে দিনে খবর আসলেই কাজে নেমে পড়ি। নারী বলে এখন তেমন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় না। তবে বর্তমান সময়ে কাজের চাপ অতিরিক্ত। কারণ রাতে গোমতীর মাটি কাটার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, দিনে বাজার মনিটরিং, উপজেলা প্রশাসনের কাজ, উপজেলা পরিষদের কাজ, ফ্যামিলি তার ফাঁকে অতিরিক্ত আরও দায়িত্ব। কাজকে উপভোগ করি। প্রফেশনাল জায়গায় থাকলে মানুষের সহযোগিতা পাই।

এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, ‘আমি ইমামদের সঙ্গে বৈঠক করি, মসজিদের কাজ পরিদর্শনে যাই, রাতে অভিযান করি। আমার কখনই মনে হয় না আমাকে কেউ অসহযোগিতা করছে। তাই বলাই যায় নারীদের সামাজিক মর্যাদা আগের তুলনায় আমূল পরিবর্তন হয়েছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘হোমনা উপজেলার মানুষ সজ্জন। আমি দুই বছর কাজ করে তাদের যা সহযোগিতা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। আমি যেখানেই গেছি ইউএনও হিসেবে সবাই দেখেছে। নারী বা পুরুষ এটা দিয়ে কেউ মূল্যায়ন করেনি। মানুষ কার কাছ থেকে সেবা পাচ্ছে সেটা বিষয় নয়। তারা সঠিকভাবে সেবাটা পাচ্ছে কি না তারা শুধু তা-ই চায়। আর আমরাও যখন কাজ করি নারী বা পুরুষ তা মনে থাকে না। আমার লক্ষ্যই থাকে শুধু সেবা।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, ‘১৭ উপজেলা ১১ জন নারী দিয়ে পরিচালিত হচ্ছে। কুমিল্লার ১১ উপজেলায় নারী ইউএনওদের পাশাপাশি মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া, লালমাই, আদর্শ সদর, বুড়িচং উপজেলায় সহকারী কমিশনারও (ভূমি) নারী। কিন্তু নারী বলে কাজে তা‌দের কাছ থে‌কে কোন অসহযোগিতা পাইনি। উল্টো কিছু জায়গায় আমি ওনাদের বেশি সিনসিয়ার হিসেবে প্রমাণ পেয়েছি। ১১ জন নারী কর্মকর্তাকে নিয়ে কাজ করছি। পুরুষ ইউএনওদের সঙ্গে তাদের কাজের কোনও ভিন্নতা দেখিনি।

তিনি আরও বলেন, ‘ওনারা উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলার স্কুল-কলেজের কমিটির দায়িত্ব পালন করছেন। তাদের অতিরিক্ত চাপ থাকায় আমরা ধীরে ধীরে কিছু কাজ রিমুভ করছি। কিন্তু দায়িত্বে তাদের কখনোই পিছিয়ে থাকতে দেখিনি। সুত্র:বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com