কুামল্লার চৌদ্দগ্রাম থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতজ বাজি আটক করেছে ১০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
বুধবার (১২ মার্চ) ভোরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার ফুড প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ বাজি আটক করে ।
কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ চোরাচালানের খবর পেয়ে অভিযানে নামে বিজিবির বিশেষ একটি দল। ভোর বেলা কটকবাজার পোস্টের বিশেষ দলটি সীমান্ত থেকে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার ফুড প্যালেস এলাকা থেকে ভারতীয় অবৈধ ৫ লাখ ৯৭ হাজার ৮শত পিস কিং কোবরা বাজি
আটক করে।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন,কুমিল্লায় ১০ বিজিবির সদস্যরা নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের জব্দ তালিকা করে বিধি মোতাবেক কাস্টমস এ জমা হবে বলে জানান তিনি।