বাংলাদেশিদের জন্য তুরস্কের দুয়ার খুলে দেওয়া হলো। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তুরস্কের অনুমোদন পাওয়া টিকার দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ নিতে হবে। অবশ্য টিকা না নেওয়া থাকলে দেশটিতে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুরস্কের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ বা ভারত থেকে ট্রানজিটের মাধ্যমে সরাসরি তুরস্ক প্রবেশ করা যাবে। তবে প্রবেশের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তুরস্কের অনুমোদন পাওয়া টিকার দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ নিয়ে সহজেই দেশটিতে প্রবেশ করা যাবে।
টিকা না নেওয়া থাকলে দেশটিতে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। কোয়ারেন্টাইনের দশম দিন পিসিআর টেস্ট করতে হবে। ফল নেগেটিভ হলে বাইরে বের হওয়া যাবে। যদি পজিটিভ আসে, তাহলে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টাইন করতে হবে। আর যারা দশম দিনে পিসিআর টেস্ট করবেন না, তাদের ১৪ দিনের পূর্ণ কোয়ারেন্টাইন শেষ করতে হবে।