কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী সুবর্ণপুর গ্রামে ডাক্তার বিল্লাল ও তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা ।রোববার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে বারটার সময় হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুত্রবধু শিউলি বেগমসহ স্থানীয় শামীম নামের একজনকে আটক করে জিঙ্গাসাবাদ করছে পুলিশ।
নিহত দম্পতিরা হলেন সদর উপজেলার পাঁচথুবী ইউপির সুবর্ণপুর মীর বাড়ির পল্লী চিকিৎসক বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।
স্থানীয় একটি সুত্র জানায়, গ্রাম্য ডাক্তার বিল্লাল হোসেন তার স্ত্রী ও পুত্রবধু শিউলিকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রবিবার ৫ সেপ্টম্বর রাত আনুমানিক সাড়ে এগারটার সময় অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে প্রবেশ করে বিল্লাল ও তার স্ত্রীকে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। একই সময়ে পুত্রবধু শিউলি চিৎকার করে আশপাশের লোকজন ডেকে এনে জড়ো করে বলতে থাকে বাড়িতে ডাকাত ডুকে তার শুশুর শাশুড়িকে মেরে ফেলেছে। নিহত দম্পতির দুই ছেলে প্রবাসে থাকে বলে জানা যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহজনক নিহতদের পুত্রবধূ শিউলী আক্তার ও স্থানীয় শামীম নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। খুনের রহস্য উৎঘাটন নিয়ে বিস্তারিত আসছে—।