1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

রা‌শিয়ার ধনী নারী তা‌তিয়ানা বাকালচুক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৮৩ বার পঠিত

পেশায় ছি‌লেন শিক্ষক। কিন্তু শিক্ষকতা ছেড়ে তিনি অনলাইন ব্যবসায় নেমে রাশিয়ার সবচেয়ে ধনী নারী হয়ে গেছেন। নাম তার তাতিয়ানা বাকালচুক। তাতিয়ানা অ্যামাজনের রাশিয়ান ভার্সন চালিয়ে এখন এক হাজার ৩০০ কোটি ডলারের মালিক। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনীদের যে তালিকা তৈরি করেছে সেখানেই এমন তথ্য উঠে এসেছে।

চার সন্তানের মা তাতানিয়াও ইংরেজি ভাষার সাবেক একজন শিক্ষক ছিলেন। কিন্তু শিক্ষকতা ছেড়ে দিতে অ্যামাজনের মতো অনলাইনে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান।

রাশিয়ার ওয়েবসাইটগুলো বলছে, ওয়াইল্ডবেরিস নামের ওই প্রতিষ্ঠানটি একেবারে শূন্য থেকে দাঁড় করিয়েছেন তাতিয়ানা। আর এভাবেই তিনি নিজে নিজে রাশিয়ার প্রথম নারী হিসেবে শত কোটি টাকার মালিক হয়ে যান।
ফোর্বস বলছে, চালু করার কয়েক মাসের মধ্যেই দ্রুত সাফল্যের মুখে দেখেন তাতিয়ানা। মাত্র এক বছরেই তার সম্পদের পরিমাণ এক হাজার ২০০ শতাংশ বৃদ্ধি পায়। এভাবেই তিনি এক হাজার ৩০০ কোটি ডলারের মালিক হন। গত বছর পর্যন্ত ওয়াইল্ডবেরিস আয় ছিল ৪৩৭ বিলিয়ন রুবলস (৫৯০ বিলিয়ন ডলার)। মে মাস পর্যন্ত স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে ৫৩ হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি করেছে ওয়াইল্ডবেরিস।

এদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ওয়াইল্ডবেরিসের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখ বেড়েছে। সব মিলিয়ে এই ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬০ লাখ। আসলে করোনার মধ্যে অনলাইন ব্যবসা বৃদ্ধি পাওয়ার সুফল পাচ্ছেন তাতিয়ানাও। ৪৫ বছর বয়সী রুশ-কোরিয়ান বংশোদ্ভূত তাতিয়ানা ২০০৪ সালে মাতৃত্বকালীন ছুটি পেয়ে জমানো ৭০০ ডলার দিয়ে নিজের ফ্ল্যাটেই ওয়াইল্ডবেরিসের ব্যবসা শুরু করেন তিনি। সূত্র : ফোর্বস, সউদী গেজেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com