অভিমান
কার বুকে কতটা দুঃখ কে-ই বা খোঁজ রাখে তার,
কতটা অভিমান নিয়ে কতজন সরে যায় –
অথবা হয়ে যায় সংসার ত্যাগী;
ব্যস্ত এই নগরে কেউ এসবের খোঁজ রাখেনা,
চতুর প্রতারকের ভিড়ে হারিয়ে যায় শত শত প্রেম।
কেউ খোঁজ রাখে না স্বেচ্ছা নির্বাসনের কত কাহিনী- গোপনে চলে যাওয়া প্রেমিকের দুঃসহ পৃথিবীর।
তবুও দিনে দিনে অভিমান বাড়ে অচেনা কারো প্রতি;
দুঃখকে কি কখনও ঢেকে রাখা যায় ?
কি জানি-হয়তো কেউ কেউ ঢেকে রাখে
ঢেকে রাখে গোপন প্রেম-নিষিদ্ধ সম্পর্ক
আমি কখনো দুঃখকে ঢাকতে পারিনি!
চেয়ে দ্যাখো ! আমার নয়নগুলো এখনো অশ্রুভেজা,
বুকের গভীরে হৃদপিন্ডের মতো জেগে থাকা তীব্র অভিমান ।